ইতিহাস

 ইতিহাসঃ

“পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয়” – কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পীরযাত্রাপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। পীরযাত্রাপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের শত শত শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশুনা করে। বিদ্যালয়টি সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মান এবং ২ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্চ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান  করে প্রতিষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত করা হয়।

বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ট প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। আশা করা যাচ্ছে সকলের সহযোগিতায়  প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।